‘২৫ মার্চ রাতে আ.লীগ নেতারা পালিয়েছিলেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘২৫ মার্চ রাতে আওয়ামী লীগের নেতারা পাকিস্তানী শাসক গোষ্ঠীর আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পেরে পলায়ন করেছিলেন।’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমই আমাদের অনুপ্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের দলের বয়স ৬৫- ৬৬ যতই বলুক না কেন তারা বলতে পারবে না তাদের সভাপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিল। তাদের এ গর্ব করার কোনো সুযোগ নাই।’

তিনি বলেন, ‘দেশে আজ কোনো বহুদলীয় শাসন নেই। যা চলছে তা এক দলীয় বাকশাল শাসন। বর্তমানে যে সংসদে আলোচনা চলছে তা ভুয়া। এ সংসদের সাংসদরা জনগণের প্রতিনিধিত্ব করেন না। এ সংসদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সে সরকারও ভুয়া। দেশে এখন কোনো প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার নেই।’



মন্তব্য চালু নেই