২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আগামী ২৫ জুলাই থেকে সারদেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হবে বলে জানিয়েছেনে নির্বাচন কমিশন সচিব মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান, এবার নতুন ভোটারদের সাথে প্রথবারের মতো ভোটার তালিকায় ১৮ এর কম বয়সীদের তথ্য সংগ্রহ করবে ইসি।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদ ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৬ মাস ব্যাপী এ কার্যক্রম চলবে। তথ্য সংগ্রহ করে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।

ইসির সচিব বলেন, ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয় পত্র প্রদানের বিষয়টি আমাদের একটি বড় সিদ্ধান্ত ছিল। ১৫, ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে কিন্তু তারা ভোট দিতে পারবেন না ১৮ বছরপূর্ণ হলে তারা ভোট দিতে পারবে।

উল্লেখ্য, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২জন।



মন্তব্য চালু নেই