২৫০ বছরের একটি রেকর্ড ভেঙে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন শাহরুখ খান!
বলিউড বাদশা তিনি। আর তার পক্ষেই সম্ভব রেকর্ড ভেঙে রেকর্ড তৈরি করা। তা যদি না হয় তবে কিসের বাদশা! না, সত্যিই শাহরুখ খান বাদশা। সে জন্যই তিনি ২৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডটি তৈরি করেছেন। আর এ নিয়েই বলিউডজুড়ে চলছে দারুণ চর্চা। সেই সাথে বাদশার ভক্ত অনুরাগিরাও দারুণ খুশি এমন খবরে। তা কি এমন রেকর্ড গড়লেন বাদলা! এমনটাই তো ভাবছেন? তাহলে শুনুন, লন্ডনে অবস্থতি মাদাম তুসো জাদুঘর। এই জাদুঘরে বিগত আড়াইশ বছরে যা হয়নি তা হতে যাচ্ছে কেবল মাত্র শাহরুখ কানের সম্মানে। এই জাদুঘর থেকে এবারই প্রথম কোনো তারকার মোমের মূর্তি বাইরে আনা হচ্ছে। আর সেই মূর্তিটি আর কারও নয়, বলিউড অভিনেতা শাহরুখ খানের। যুক্তরাজ্যের সাউথব্যাংক এলাকার ‘লন্ডন আই’-এর পাশে শাহরুখের মূর্তিটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মাদাম তুসো কর্তৃপক্ষ। এরপর সেটি আবার নিয়ে যাওয়া হবে তার পুরোনো ঠিকানায়। বিশ্বজুড়ে ‘বলিউড বাদশা’র ভক্তসংখ্যা তো আর কম নয়। এবার তারা খুব কাছ থেকে প্রিয় অভিনেতার মূর্তিটি দেখতে পারবেন। শাহরুখের মূর্তির পোশাকও পরিবর্তন করা হবে এদিন। তার নতুন ছবি ফ্যান-এর বেশভূষায় মোমের শাহরুখকে দেখা যেতে পারে। জাদুঘরের এক মুখপাত্র এমন তথ্যই দিয়েছেন। শাহরুখ ছাড়াও মাদাম তুসো জাদুঘরে রয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, হৃতিক রোশন, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি। =
মন্তব্য চালু নেই