২৪ ঘণ্টায় তিন বার আউট, রান ৬!

জয়ের ধারায় ফিরতে তাকে মুহূর্তের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে উড়িয়ে এনেছিল চিটাগং ভাইকিংস। শুধু তাই নয়, রীতিমত মঙ্গলবারের ম্যাচে মাঠে নামাতেই তাকে ঢাকা থেকে আশি হাজার টাকা খরচ করে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছিল চট্টগ্রামে।

কিন্তু, জলেই গেল সেই আশি হাজার টাকা। রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসানের বলে আউট হওয়ার আগে সেই উমর আকমল করতে পেরেছিলেন মাত্র এক রান। আর এরই মধ্যে দিয়ে বাজে একটা রেকর্ডের নজির গড়ে ফেললেন তিনি।

আর সেটা হল, ২৪ ঘণ্টার মধ্যে তিন বার আউট! – ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে দেখা গিয়েছিল কি না, সেটা খুঁজে বের করতে রীতিমত পরিসংখ্যান ঘাটতে হবে। আর তেমনই এক নজির গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমল।

ঠিক এর আগের রাতেই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দু’বার আউট হয়েছিলেন আকমল; ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে। কিন্তু, এক ম্যাচে দু’বার আউট হওয়া কিভাবে সম্ভব? সম্ভব, কারণ ম্যাচটা গড়িয়েছিল সুপার ওভারে!

প্রথমে ইংল্যান্ডের দেয়া ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে আকমল করেন মোটে চার রান। এরপর সুপার ওভারে শহীদ আফ্রিদির সাথে ব্যাট করতে নেমে করেন এক রান।

জানিয়ে রাখা ভাল, সোমবার রাতে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি উমর আকমল। তিন ম্যাচ মিলে করেছেন মোটে ২৬ রান। আগে থেকেই উমর আকমলের ভাই কামরান আকমল খেলছেন চিটাগংয়ের হয়ে। দু’জনই বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রমাগত ব্যর্থ হয়ে যাচ্ছেন!



মন্তব্য চালু নেই