২৩ অক্টোবর আসছে ‘নগর মাস্তান’
অবশেষে ‘নগর মাস্তান’ সিনেমার মুক্তির দিনক্ষন চুড়ান্ত হয়েছে। রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমাটি আগামী ২৩ অক্টোবর দেশব্যাপী মুক্তি দেয়া হচ্ছে।
ছবিটি অনেক কাঁটা-ছেড়ার পর সেন্সর ছাড়পত্র পায়। পরিচালক জানালেন, আমাদের টার্গেট আছে একশ হলে ছবিটি মুক্তি দেবার।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, জায়েদ খান ও শাহরিয়াজ। এছাড়া আরও আছেন সাগর, নবাগতা তিতান চৌধুরী ও মিজু আহমেদ। প্রযোজনায় শফিকুল ইসলাম।
মন্তব্য চালু নেই