২২ ডিসেম্বর চট্টগ্রামে ‘Food Safety: Consumer Perspectives’ শীর্ষক কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি: ২২ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘Food Safety: Consumer Perspectives’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। সোমবার ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে সকাল ১০.০০ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথউদ্যোগে ÒFood Safety: Consumer Perspectives’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের মাননীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোহাম্মদ সফিউল আলম (যুগ্ন সচিব), স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব ডাঃ আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রামের সিভিল সার্জন জনাব ডাঃ এম সরফরাজ খান চৌধুরী, FAO Food Safety Program-Gi Chief Technical Advisor Dr. John Ryder, সিনিয়র ন্যাশনাল এডভাইজার প্রফেসর ডাঃ শাহ মুনির হোসেন বিশেষ অতিথি এবং চট্টগ্রামের মান্যবর জেলা প্রশাসক জনাব মেজবাহউদ্দিন কর্মশালায় সভাপতিত্ব করবেন।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে। কর্মশালায় যথাসময়ে সংস্লিষ্ঠ সকলকে কর্মশালায় অংশগ্রহনের জন্য চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্দ আবুল হোসেন, ক্যাব কেন্দ্রিয় নির্বাহী কমিটি সদস্য এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। ক্যাব বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের বিভাগীয় কর্মসুচী সংগঠক জহুরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব), চট্টগ্রাম
মন্তব্য চালু নেই