২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই অবস্থান করবেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

হজের আনুষ্ঠানিকতা পালনে এ মুহূর্তে মিনায় (মুজদালিফায়) আছেন তিনি। সঙ্গে রয়েছেন-বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান ও নাতনি জাইমা রহমান।



মন্তব্য চালু নেই