২১ সেকেন্ডে ১৬টি চড় : রাজনকে নির্যাতনের আরো একটি ভিডিও

সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে শিশু রাজনকে নির্যাতনের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় না থামতেই নির্যাতনের আরও একটি ভিডিওচিত্র প্রকাশ পেলো। ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

Rajon-therep

সম্প্রতি দোকানের খুঁটির সাথে বেঁধে প্রায় দেড় ঘণ্টা নির্যাতন করে হত্যা করা হয় ১৩ বছরের কিশোর শেখ সামিউল আলম রাজনকে। বাঁধা অবস্থায় পানির জন্য বেশ কয়েকবার আর্তনাদ করেও রাজনকে পানি দেয়নি নির্যাতনকারীরা। পানি চাইলেও নির্যাতনকারীরা তাকে উল্টো বলে ‘পানি নাই ঘাম খা’।

rajon

কয়েকজন মিলে উল্লাসের সাথে কিশোর রাজনের উপর চালায় অমানবিক নির্যাতন। ভিডিও চিত্র ধারণ থেকে পাওয়া যায় কিশোর সামিউল হত্যাকাণ্ডের নির্যাতনের নির্মম দৃশ্য।

আর এবারের ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেলো, চৌকিদার ময়না ২১ সেকেন্ডে একে একে ১৬টি চড় মারে রাজনকে।

samiul1436642942

এক মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওচিত্রে শিশু রাজনকে আরো নৃশংস কায়দায় মারার দৃশ্য চিত্রায়িত হয়। ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

https://youtu.be/BfoZ69o_gNQ

ভিডিও ইন্টারনেট থেকে সংগৃহিত



মন্তব্য চালু নেই