২১মার্চ আইন ও বাংলাভাষা বিষয়ক সেমিনার ও মুক্ত আলোচনা
আগামী ২১মার্চ শনিবার বিকাল ৪টায় ধানমন্ডি গণসাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে (৬তলা) আইন ও বাংলাভাষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অধিবেশনে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বিচারপতি কাজী এবাদুল হক, এছাড়াও প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বিচারপতি এ. বি. এম খায়রুল হক।
দ্বিতীয় অধিবেশনে বিচারপতি আবদুস সালাম মামুনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুহাম্মদ নূরুল ইসলাম(বাংলাদেশে জাপানের আনারারি কনসাল) এছাড়াও নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখবেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. আহমেদ কামালসহ গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
সমাপ্তি ভাষণ রাখবেন গবির আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম। অনুষ্ঠানে উপস্হিত সুধীবৃন্দের প্রশ্নোওর ও আলোচনা পর্বও থাকছে।
বৃহস্পতিবার আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই