২০ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজ স্মার্টফোন আনছে এইচপি

নতুন বছরে উইন্ডোজ ১০ চালিত একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন অবমুক্ত করতে যাচ্ছে এইচপি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যম বিডনেস ইটিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এইচপির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির নাম ‘এইচপি ফ্যালকন’। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মার্টফোনটিতে থাকবে ৫.৮ ইঞ্চি ডিসপ্লে, ২ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ। এছাড়া ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকবে বলে জানা গেছে।

তবে এইচপি স্মার্টফোনটির ব্যাপারে এখনও কিছুটা সন্দিহান বলে জানিয়েছে বিডনেস ইটিসি। বিশেষ করে স্মার্টফোন বাজারে উইন্ডোজের অবস্থা ততটা ভালো নয়। তবে এটাও সত্যি যে উইন্ডোজ ফোনের ক্ষেত্রে ক্রেতাদের হাতে বাছাই করার সুবিধা একেবারেই কম যেমনটি আছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর তাই এইচপির এই স্মার্টফোনটি বাজারে আসলে এদিক থেকে উইন্ডোজ ফোন প্রেমিরা কিছুটা সুবিধাই পাবেন।

সূত্র: বিডনেস ইটিসি



মন্তব্য চালু নেই