২০ মিলিয়ন ফলোয়ার নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে বেশ সরব থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। এখানেই তিনি ভক্তদের সাথে নিজের ভালো লাগা-মন্দ লাগা শেয়ার করেন। শেয়ার করেন অনেক খুঁটিনাটি বিষয়ও। ফলে পর্দার এই মানুষটি ট্যুইটারেও বেশ জনপ্রিয়।

এদিকে ট্যুইটারে ২০ মিলিয়ন ভক্তসংখ্যা ছুঁয়েছেন শাহরুখ খান। আর এরমধ্য দিয়ে বলিউড শাহেন শাহর ট্যুইটারের ফলোয়ার সংখ্যার খুব কাছাকাছিই চলে এলেন তিনি। টুইটারে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ২১.৩ মিলিয়ন।

কিং খানকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তার অগণিত অনুরাগী। ২০ মিলিয়নের মাইলস্টোন ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন একটি হ্যাশট্যাগও- #SRK20Million।

সমসাময়িক অন্যান্য অভিনেতাদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন এসআরকে। এই মুহূর্তে টুইটারে সালমান খানের ফলোয়ার সংখ্যা ১৮.২ মিলিয়ন, আমির খানের ১৭.৯ মিলিয়ন। তাদের টক্কর দিয়ে ২০-র মাইলস্টোন ছুঁয়েছেন শাহরুখ।



মন্তব্য চালু নেই