২০ বছর বয়সী ম্যাডোনার নগ্ন ছবি
১৯৭৯ সালের কথা। নিউইয়র্কে লাইভ মডেলিংয়ে ম্যাডোনার ছবি তোলেন চিত্রগ্রাহক মার্টিন এইচ এম স্ক্রিবার। তখন ম্যাডোনার বয়স ২০ বছর। আর ছবিতে দেখা যায় ২০ বছর বয়সী নগ্ন ম্যাডোনাকে।
চলতি বছরের মে মাসে প্লেবয় ম্যাগাজিনের সূত্রে এই ছবি প্রথম প্রকাশ্যে আসে। এ বার ‘ম্যাডোনা: ন্যুডস টু’ নামের একটি বইতে জায়গা করে নিচ্ছে এই বিরল ছবির সিরিজ। প্যারিসে আজ থেকে ‘দ্য লস্ট ন্যুডস’ নামের একটি প্রদর্শনীতে দেখা যাবে তরুণী ম্যাডোনার নগ্ন ছবি।
মন্তব্য চালু নেই