২০২০ ইউরোয় নতুনত্ব
একটি বা দুটি দেশে একক কিংবা যৌথ অংশীদারিত্বে ইউরো ফুটবলের আয়োজনই বহুজাতিক টুর্নামেন্টটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তবে ২০২০ সালের ইউরোতে এই রীতিতে পরিবর্তন আসছে।
কারণ সেবার একই সাথে ইউরোপের ১৩টি দেশে ইউরো ফুটবলের আসর বসবে। সেই আসরটির সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। রোববার উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য শুধু সেমিফাইনাল কিংবা ফাইনালই নয়, একই সাথে গোটা টুর্নামেন্টের ক্রীড়াসূচি ও ভেন্যুও ঘোষণা করেছে উয়েফা।
২০২০ সালের ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে মিউনিখ (জার্মানি), বাকু (আজারবাইজান), সেন্ট পিটারবার্গ ( রাশিয়া ) ও রোমে (ইতালি)। অবশ্য শেষ আটের এই ম্যাচগুলো ছাড়াও জার্মানি, আজারবাইজান, রাশিয়া ও ইতালির চার শহর মিউনিখ, বাকু, সেন্ট পিটার্সবার্গ ও রোমে তিনটি করে গ্রুপ পর্বের ম্যাচও অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই