২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন নয়
আগামী ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘সরকারকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না, খালেদা জিয়া নির্বাচনের যে ট্রেন মিস করেছেন, সে ট্রেন তিনি আর পাবেন না।’
বুধবার বিকেলে নওগাঁ নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পানি ছাড়া যেমন মাছ বাঁচে না; তেমনি নির্বাচন ছাড়া কোনো দল বাঁচে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ হাসিনার সরকার দেশের সংবিধান অনুসারেই নির্বাচন দেবেন। সেই নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।’
আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বির সভাপতিত্বে কাউন্সিলে আরও বক্তব্য দেন দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মো. ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
কাউন্সিলের প্রথম পর্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণ করা হয়। সন্ধ্যায় কাউন্সিলের দ্বিতীয় পর্বে বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
মন্তব্য চালু নেই