২০১৯ পর্যন্ত দ.আফ্রিকার সিইও লরগাত
চুক্তির মেয়াদ এক বছর বাকিই ছিল। তবে তার আগেই মেয়াদ বাড়ল আরো তিন বছর। ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন লরগাত।
২০১৩ সালের জুলাইয়ে লরগাতকে তিন বছরের চুক্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত দুই বছরে তার কাজে মুগ্ধ সিএসএ। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আরো তিন বছর মেয়াদ বাড়াল তারা। শুক্রবার জোহানেসবার্গে বোর্ড পরিচালকদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে সিএসএ-এর সভাপতি ক্রিস নেনজানি বলেন, ‘প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু হারুন আমাদের দিয়েছেন। যেখানে তার প্রথম মেয়াদ শেষ হতে আরো ১২ মাস বাকি। তাই দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে তিন বছরের চুক্তি বাড়াতে বোর্ড কোনো কার্পণ্য করেনি।’
লরগাত ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত চার বছর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য চালু নেই