২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ
রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের ড্র সম্পন্ন হয়েছে। ড্র’তে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হয়েছে ‘বি’ গ্রুপে। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিস্তান।
বাছাইপর্বে ৮টি গ্রুপে ৪০টি দল অংশ নিচ্ছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপপর্বের খেলা। বাছাই পর্ষ শুরু হবে ১১ জুন থেকে।
মন্তব্য চালু নেই