২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যে দেশ
২০১৮ ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন একটি প্রশ্ন ছিল। এবার সে প্রশ্নটির উত্তর পাওয়া গেল। তবে অনেকেই মনে করেন এই দেশকে আসৎভাবে ফুটবল বিশ্বকাপের দায়িত্ব পালনের দায়িত্ব দেয়া হয়েছে।
কিন্তু জবাব পাওয়া গেল সে প্রশ্নেরও। এই দেশটিকে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়ার বিষয়টি ভালভাবে দেখেনি অনেক দেশই৷ সম্প্রতি ফিফার বেশকিছু শীর্ষকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ায় সেই বিতর্কের আগুনে নতুনভাবে ঘি পড়েছে৷ বেশ আগে থেকেই ২০১৮ বিশ্বকাপের জন্য রাশিয়ার নাম ঘোষণা করা হয়।
আপত্ত্বি তুলে কোনো লাভ হয়নি। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে, যতই বাধা আসুক রাশিয়াতেই হবে ২০১৮ ফুটবল বিশ্বকাপ৷
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওইসব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেন, সৎ পথেই আমরা এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি৷ এর মধ্যে কোনও দুর্নীতি নেই৷
পুতিন বলেন, ‘আমরা বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত৷ স্টেডিয়াম সংস্কারের কাজও অনেক আগে শুরু হয়েছে৷ পুতিন বলেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার সাথে প্রয়োজনীয় কথাবার্তাও হচ্ছে আমাদের।
মন্তব্য চালু নেই