২০১৬ সালে সম্পর্ক ভেঙেছে যে সব বলি কাপলদের
প্রথমে আলাপ, বন্ধুত্ব আর তারপর প্রেম। আর পাঁচটা সাধারণ মানুষে মতো বলিউড তারকারাও সে পথেই হাঁটেন। কখনও বা সেই প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়। আবার কখনও সম্পর্কে ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে তিক্ততা বাড়তে বাড়তে হয় বিচ্ছেদ। এমনই কয়েকটি বলিউডি কাপলের দুর্ভাগ্যজনক বিচ্ছেদের ঘটনা ঘটেছে ২০১৬ সালে। কেউ বা প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কেউ বা দিয়েছেন ডিভোর্স। আবার সেপারেশনে গিয়েছেন কোনও কাপল। এক নজরে দেখে নেওয়া যাক সে সমস্ত ঘটনা।
বর্ষীয়ান অভিনেতা ওম পুরী এবং নন্দিতা ২০১৩ সাল থেকে আলাদা রয়েছেন। এ বছর তাঁরা আইনত বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।
২০০৬ সালে অভিনেত্রী সুগন্ধা গর্গকে বিয়ে করেন অভিনেতা তথা অ্যাঙ্কর রঘু রাম। গত বছর থেকেই তাঁদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। যার জেরে তাঁরা ডিভোর্সের পথ বেছে নেন। ২০১৬-র এক্কেবারে শুরুতে সবাইকে চমকে দিয়ে এ কথা ঘোষণা করেন রঘু।
বি টাউনের জোর গুঞ্জন ছিল, তাঁদের দু’জনের মধ্যে ইয়ামি গৌতম এসে সমস্যা তৈরি করছেন। গুঞ্জন সত্যি করে চলতি বছরের মাঝামাঝি পুলকিত সম্রাট এবং শ্বেতা রোহিরা সম্পর্কে দাড়ি টানেন।
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করেন করিশ্মা কপূর। তাঁরা ২০১৪ সালে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন। এ বছরের ১৩ জুন আইনত তাঁদের বিচ্ছেদ ঘটে।
সবাইকে চমকে দিয়ে অধুনার সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর দিয়েছিলেন ফারহান আখতার।
এ বছর মালাইকা এবং আরবাজ খানের বিচ্ছেদের খবরে তোলপাড় ছিল বি-টাউন। মনোমালিন্যের কারণে তাঁরা আলাদা থাকছেন।
১৩ বছর এক সঙ্গে ছিলেন কমল হাসান এবং গৌতমী। গত নভেম্বর মাসে তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেন।
বিয়ের ২২ বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত পরিচালক, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া। বেশ কিছুদিন ধরেই তিনি এবং তাঁর স্ত্রী কোমল আলাদা রয়েছেন।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই