২০১২ ফাইনালের মধুর প্রতিশোধ

২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল। ভারত শ্রীলঙ্কাকে পেছনে ফেলে মিরপুরে পাকিস্তানের সঙ্গে ফাইনাল খেলতে নেমেছিল বাংলাদেশ। জয়ের দ্বারপ্রান্তে গিয়ে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছিল সাকিব-মাশরাফিদের। ২ রানে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল টাইগারদের।

এরপর ২০১৪ এশিয়া কাপের আসর বসেছিল ঢাকাতেই। কিন্তু সেবার সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। তবে, এবারের এশিয়া কাপে ফের জ্বলে উঠেছে টাইগাররা।

বুধবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি প্রকৃতপক্ষে ফাইনাল ছিল না। কিন্তু এক দিক দিয়ে বিবেচনা করলে এটা ফাইনালই। এ ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ত বাংলাদেশ। কিন্তু সেটা হয়নি। ফাইনালের আগে আরেক ফাইনাল জিতেছে বাংলাদেশ।

প্রথমে বোলারদের টাইট বোলিং, পরে সৌম্য সরকার, রিয়াদ ও মাশরাফির বীরত্বে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। এ ম্যাচটিকে দেখা হচ্ছে ২০১২ এশিয়া কাপের ফাইনালে হারের প্রতিশোধ হিসেবে।

৬ মার্চ ভারতের বিপক্ষে ফাইনাল। সন্দেহ নেই, ভারত হট ফেভারিট। কিন্তু বাংলাদেশের জন্য অসম্ভব বলে কোনও কথা নেই। গত ৮ মাস ধরে সেই তো দেখিয়ে আসছে টাইগাররা।



মন্তব্য চালু নেই