২০০ মাইল লম্বা বজ্রপাত, মানব সভ্যতার জন্য অশনি সঙ্কেত!
মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছে একটি প্রভিন্সিয়াল বজ্রপাত। বিদ্যুতের এই ঝলকের দৈর্ঘ্য ছিল প্রায় ২০০ মাইল।
বিশ্বের সবথেকে রেকর্ড ভেঙেছে এই বজ্রপাত। তবে ঘটনাটি সাম্প্রতিক নয়, ২০০৭ সালের।
ইউএসটুডে’র এক খবরে বলা হয়েছে, ২০০ মাইল লম্বা এই বজ্রপাত ওয়ার্ল্ড মেটেরোলোজিক্যাল অরগানাইজেশনের (ডব্লিউএমও) বিজ্ঞানীরা চিহ্নিত করছেন। তবে এই বজ্রপাত সংঘটিত হয়েছিল ২০০৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমার আকাশে।
আকাশের বুকে দীর্ঘক্ষণ ধরে জ্বলা বাজ দেখা গিয়েছিল ২০১২ সালের ৩০ আগস্ট ফ্রান্সের কোত দ্য জুরের আকাশে। এর স্থায়িত্ব ছিল প্রায় ৭ দশমিক ৭৪ সেকেন্ড।
বুলেটিন অব দ্য আমেরিকান মেটেরোলোজিক্যাল সোসাইটির পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। বিশ্বে এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউএমও’র অফিসিয়াল আরকাইভে বজ্রপাতের রেকর্ড করার নিয়ম চালু করা হলো।
দুনিয়ার বুকে এ ধরনের বজ্রপাত আছড়ে পড়ার ঘটনা আসলেই মানব সভ্যতার জন্য অশনি সঙ্কেত বলে মনে করেন ডব্লিউএমও’র বিজ্ঞানী র্যান্ডাল সেভনি।
বজ্রপাত সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আকাশে বজ্রপাতের গর্জন শোনা মাত্রই সবাইকে নিরাপদ অবস্থানে নেয়া উচিত।
উল্লেখ্য, এ বছর আমেরিকায় বজ্রপাতে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য চালু নেই