১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।
রোববার সকাল ৯টার দিকে নাফনদীর আড়াই নং স্লুইস গেইট নীলা এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
বিজিবির ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রায় এক লাখ বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।
তবে পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এর আগে শনিবার রারে একই এলাকা থেকে আরো ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই