১ মিনিটের অভিনেতা অজয়
ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কপুর অভিনীত ‘ফিতুর’ একটি দৃশ্যে মাত্র এক মিনিটের জন্য হাজির হবেন অজয় দেবগন।
যদিও শোনা যাচ্ছে, দীর্ঘ দিন পর্যন্ত এই চরিত্রের জন্য রাজি ছিলেন না সিংঘম খ্যাত অজয়। পরিচালক অভিষেক কপুরের সঙ্গে দফায় দফায় চিত্রনাট্য পড়ার পরই মনস্থির করেন অভিনয়ের জন্য।
আবার রাজি হলেও তার সিডিউল নিয়ে বিপাকে পরিচালক। এতোদিন পর্যন্ত এই ছবির শুটিংয়ের জন্য সময় দিতে পারেননি অজয়। কারণ তাব্বুর সঙ্গে ‘দৃশ্যম’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।
প্রচার পর্ব শেষ হতে না হতেই তার নিজেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার ছবি ‘শিবায়’র প্রি-প্রোডাশনের কাজও চলছে পুরোদমে। এর মধ্যেই ‘ফিতুর’র শুটিং ফ্লোরে এখন নিয়মিত সময় দিচ্ছেন অজয়।
মন্তব্য চালু নেই