১ বলে আহত তিন ক্রিকেটার! (ভিডিওসহ)

ক্রিকেট কত আনন্দময়। কখনো বিষাদের। আবার কখনো হো হো করে হেসে ওঠারও! ক্রিকেটেই হঠাৎ দেখা যায় নগ্ন কোনো স্ট্রিকার মাঠে ঢুকে পড়েছে। আবার কখনো শুকর বা কুকুরও মাঠ দখল করে হাস্যরসের সৃষ্টি করেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রিমিয়ার লিগে ঘটেছে এক ঘটনা। ফিজরয় ডনকাস্টার ক্রিকেট ক্লাব ও ফুটস্ক্রে ক্রিকেট ক্লাবের ম্যাচ ছিল। সেখানে ১ বলে কি না তিন খেলোয়াড় হলেন আহত! তাতে যথেষ্ট হাস্যরসেরও সৃষ্টি হয়।
এক ডেলিভারিকে প্রবলভাবে আঘাত করতে যান ব্যাটসম্যান। কিন্তু কোনোমতে ব্যাটে বলে হয়। বল গিয়ে আঘাত হানে নন স্ট্রাইকিংয়ে এই ব্যাটসম্যানের পার্টনার অন্য ব্যাটসম্যানের গায়ে। ব্যথায় ককিয়ে ওঠেন তিনি। ব্যাটসম্যানও ওই শট নিতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান। ওখানেই শেষ না। দুজনে যখন ধাতস্ত হয়েছেন তখন বোলার হেটে যাচ্ছেন তার বোলিং মার্কে। আর সেই বল সতীর্থের হাত থেকে উড়ে গিয়ে লাগে বোলারের মাথায়। ব্যথায় লুটিয়ে পড়েন তিনিও! ১ বলে তাই সত্যি আহত তিন খেলোয়াড়।

































মন্তব্য চালু নেই