১ নারীর ১০ স্বামী !

নাম লিয়ানা ব্যারিয়েনটস। বয়স ৩৯ বছর। বাস করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একাধিক বিয়ে সেখানে ভয়াবহ ঘটনা। অথচ তার স্বামীর সংখ্যা একজন নয়, দুজন নয়, ১০ জন!

অবশ্য তার সব স্বামী এখন তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ নেই। শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, নাগরিকত্বের ব্যাপারে সহায়তা করার জন্য তিনি এসব বিয়ে করে থাকেন, বিনিময়ে কিছু টাকা পান তিনি। এটাই তার জীবিকা।

আইনজীবীরা জানিয়েছেন, তাকে বিয়ে করার সাথে সাথেই বেশির ভাগ স্বামী নাগরিকত্ব

পাওয়ার আবেদন করেছেন। ওই আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট স্বামী সাথে সাথে তাকে

তালাক দিয়ে অন্য এক স্ত্রী গ্রহণ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তার এক স্বামী ছিলেন পাকিস্তানি নাগরিক। সন্ত্রাসের সাথে তার সংশ্লিষ্টতা থাকায় তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছৈ। তবে আইনগতভাবে ওই পাকিস্তানি এখনো তার স্বামী। এখনো তার স্বামী হিসেবে আছেন আরো তিনজন।

তিনি ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত তার ১০টি বিয়ের ৯টি করেন। তার স্বামীদের কয়েকজন আমেরিকান নাগরিকত্বও পেয়েছেন।



মন্তব্য চালু নেই