১ ওভারে ৩টি উইকেট তুলে নিয়েও যেকারণে ম্যাচসেরা হলেন না সাকিব

দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে এক ওভারে তিন তিনটি উইকেট তুলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেরা হয়েছেন অ্যান্দ্রে রাসেল।

আজ সিপিএলের দ্বিতীয় প্লে-অফে বাঁচা-মরার ম্যাচে সাকিবের জ্যাইকার প্রতিপক্ষ ছিল নাইট রাইডার্স। বাঁচা-মরার এই লড়াইয়ে টাইগার সাকিবের জাদুতে সিপিএলে স্বপ্নের ফাইনাল ম্যাচ খেলার জায়গা পায় জ্যামাইকা।

প্রথমে সকালে টস হেরে ব্যাট করতে নামে সাকিবরা। শুরুটা ভালোই হয়েছিল তাদের। কিন্তু ১২.৩ ওভার পর বৃষ্টির হানায় প্রায় এক ঘণ্টা পর শুরু হয় খেলা।

বৃষ্টি থামার পর আগে থেকেই ক্রিজে থাকা সাকিব-রাসেল জুটি আসেন। কিন্তু ১৭তম ওভারে ১৯ রান করেই কুপারের বলে ফিরে যান সাকিব।

ক্রিজে তখনও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রাসেল। মাত্র ৪৪ বলে ১১ ছক্কা ও তিন বাউন্ডারিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই চ্যাম্পিয়ন। পরে বল হাতেও জাদু দেখিয়েছেন তিনি। শেষ ওভারে তুলেছেন দুই উইকেট।

সেঞ্চুরি ও দুই উইকেটের সুবাদে তাই ম্যাচ সেরা হয়েছেন অ্যান্দ্রে রাসেল। আর কারণেই ম্যাচসেরা হলেন না সাকিব। তবে সাকিব ব্যাট হাতে আরো কিছু রান তুলতে পারলে হয়ত সেরার তখমাটা তিনিই পেতেন।



মন্তব্য চালু নেই