১ অক্টোবর থেকে শুরু হচ্ছে রাবির ভর্তি পরীক্ষার আবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী পহেলা অক্টোবর থেকে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আগামী ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার এসব সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন। তিনি আরো জানান, দ্বিতীয়বার ভর্তির সুযোগসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত পূর্ববর্তী অন্যান্য নিয়ম-কানুন অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনসহ ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মন্তব্য চালু নেই