১৯ থেকে ফের ২০
১৯ দলীয় জোটে সাম্যবাদী দল
বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যোগ দিয়েছে সাম্যবাদী দল (একাংশ)।
সাম্যবাদী দল যোগদানের ফলে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সম্প্রসারিত হয়ে ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়েছে।
শনিবার রাত সোয়া নয়টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯দলীয় জোটে যোগ দেয় সাম্যবাদী দল।
এ সময় সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি সাঈদ আহমেদের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের পঞ্চাশ জনের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ জুন সাম্যবাদী দল সাঈদ আহমেদের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে ১৯ দলীয় জোটে শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ দলীয় জোট বৈঠক করে সাম্যবাদী দলকে জোটে শরিক করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই