১৮১ রানের টার্গেট দিল বাংলাদেশ

ভারতের রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ১৫৮ রানেই অলআউট হয়ে যায়। জবাবে কর্নাটক তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৭ রান। ১২৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন ব্যাট করে বাকি ৭টি উইকেট হারিয়ে দলীয় স্কোরের সঙ্গে ১২১ রান যোগ করতে পারে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৯ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়েছে ১৮০ রানের। জয়ের জন্য কর্নাটককে করতে হবে ১৮১ রান। হাতে রয়েছে দুটি সেশন। প্রায় ৬০টি ওভার।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অবদান রাখেন এনামুল হক বিজয় ৮৯, শুভাগত হোম অপরাজিত ৫০, নাসির হোসেন ৪৪, সৌম্য সরকার ৪৩, লিটন দাস ৩৮ ও মুমিনুল হক ২২। বল হাতে কর্নাটকের জগদীশা সুচিত একাই নিয়েছেন ৬টি উইকেট। তৃতীয় দিনে বাংলাদেশের যে ৭টি উইকেটের পতন ঘটেছে তার ৫টিই নিয়েছেন তিনি। ২টি উইকেট নিয়েছেন উদীত প্যাটেল।



মন্তব্য চালু নেই