১৭ সরকারি ওয়েবসাইট হ্যাক : পাল্টা আক্রমণের ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশের সরকারি গুরুত্বপূর্ণ ১৭টি ওয়েবসাইট হ্যাক করেছে মরক্কোর ইসলামিক ইউনিয়ন মেইল নামের একটি হ্যাকার সংগঠন। এদের মধ্যে রয়েছে বাংলদেশের সবচেয়ে সংবেদনশীল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) (http://www.nidw.gov.bd/) ওয়েবসাইট।
মঙ্গলবার থেকে ওয়েবসাইটগুলোতে ঢোকা যাচ্ছে না। মরক্কোর ইসলামিক ইউনিয়ন মেইল নামের সংগঠনটি নিজেদের ফেসবুক পেইজে ওয়েবসাইটগুলো হ্যাক করে সেগুলোর লিংক জুড়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে জাতীয় পরিচয়পত্র বিভাগের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলে তারা কেউ ফোন ধরেননি।
ওয়েবসাইটগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা, জয়পুরহাট পুলিশ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, মুন্সিগঞ্জ পুলিশের ওয়েবসাইট।
এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১’ এর একজন সদস্য জাগো নিউজকে জানান, নিজেদের ক্ষমতা জাহির করার জন্যই সম্ভবত এই আক্রমণ। আমরা ভারতের মতো এবার মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।
সাইবার ৭১ জানায়, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো।
হ্যাক হওয়া ওয়েবসাইটের তালিকা
http://www.ecrrp.gov.bd
http://www.joypurhatpolice.gov.bd/
http://www.aclandall.gov.bd/
http://www.nidw.gov.bd/
http://www.bnacwcafd.gov.bd/
http://www.bard.gov.bd/
http://www.taxesinspection.gov.bd/
http://www.rmp.gov.bd/
http://www.dfp.gov.bd/
http://www.uffl.gov.bd/
http://pds.dls.gov.bd/
http://old.dls.gov.bd/
http://nea.bcc.gov.bd/
http://promos.e-service.gov.bd/
http://solicitor.lawjusticediv.gov.bd/
মন্তব্য চালু নেই