১৭ বছর বয়সে রেকর্ড-গোল

ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গত শনিবার লিভারপুলের বিখ্যাত লাল জার্সিতে অভিষেক হয়েছে তার। রোমাঞ্চের সেই ঘোর কাটতে না কাটতেই ক্লাবের ইতিহাসের একটি পাতা থেকে মাইকেল ওয়েনের মতো মহানায়কের নাম মুছে দিলেন বেন উডবার্ন! মাত্র ১৭ বছর ৪৫ দিন বয়সে গোল করে হয়ে গেলেন লিভারপুলের সর্বকালের সর্বকনিষ্ঠ গোলদাতা।

ভেঙে দিলেন মাইকেল ওয়েনের (১৭ বছর ১৪৩ দিন) প্রায় ২০ বছর পুরনো রেকর্ড। মঙ্গলবার উডবার্নের ইতিহাস গড়ার মঞ্চে লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ লীগ কাপের সেমিফাইনালে উঠেছে লিভারপুল।

অ্যানফিল্ডে ৭৫ মিনিট পর্যন্ত অলরেডদের আটকে লেখেছিল দ্বিতীয় বিভাগের দল লিডস। কিন্তু স্বাগতিকদের আক্রমণের ঢেউয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়ে লিডসের রক্ষণ-দেয়াল। ৭৬ মিনিটে দিভক ওরিগি লিভারপুলকে এগিয়ে দেয়ার পাঁচ মিনিট পর ইতিহাস গড়া গোলটি করেন ওয়েলসের নতুন সেনসেশন উডবার্ন।

শেষ বাঁশি বাজতেই মাইকেল ওয়েনের টুইট, ‘আমার আরেকটি রেকর্ড ভেঙে দেয়ার জন্য অভিনন্দন বেন উডবার্ন!’ শেষ আটের আরেক ম্যাচে নিউক্যাসলকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে লিভারপুলের সঙ্গী হয়েছে হাল সিটি। এএফপি



মন্তব্য চালু নেই