১৭ বছর ধরে মাটি খেয়ে বেঁচে আছেন রামেশ্বর! (দেখুন ভিডিওসহ)
শৈশবে অনেক বাচ্চারা মাটি বা অন্যান্য হাবিজাবি জিনিস খেয়ে থাকে। তারা তো না বুঝে এসব খায়। এজন্য পেটের পীড়ায় ভোগে অনেক শিশু। কিন্তু আপনি শুনে অবাক হবেন যে ভারতের একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত মাটি খান। ভাত মাছের বদলে এটিই তার অন্যতম প্রিয় খাদ্য।
তিনি গত ১৭ বছর ধরে নিয়মিত মাটি খেয়ে চলেছেন। দিনে কমপক্ষে আধা কেজি মাটি খেয়ে থাকেন। কিন্তু এতে তার কোনোরকম পেটের পীড়া বা অন্য কোনো সমস্যা হয় না। বরং নিজের এই বিচিত্র খাদ্যাভ্যাস তাকে সুস্থ থাকতে সাহায্য করে বলে তিনি দাবি করেছেন। ওই লোকের নাম রামেশ্বর। বাড়ি ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায়। পেশায় একজন কৃষক।
মাটিখেকো হিসেবে এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই বুঝি তার কাছে যেতে চাইলে ঠিকানা লাগে না। মারাদাবাদের হরিদ্বারে গিয়ে যে কারো কাছে গিয়ে বললেই তার বাড়ি দেখিয়ে দেবে। গত ১৭ বছর আগে এক অদ্ভূদ অসুখ হয়েছিল তার। মুখ দিয়ে কেবল রক্ত বের হত। তখন চিকিৎসকরা এর কোনো চিকিৎসা বের করতে ব্যর্থ হন। মুখের রক্তপাত থামাতে মাটি খেতে শুরু করেন তিনি। সেই শুরু। এখনো চলছে মাটি খাওয়া। শুধু কি মাটি, ইট, বালু, পাথর সবই খান তিনি। দিব্যি হজমও হয়ে যায় সব। কোনো ধরনের সমস্যাই হয় না।
তার দাবি, মাটি খাওয়ার কারণেই মুখগহ্বর থেকে রক্তপড়ার জটিল অসুখ থেকে মুক্তি পেয়েছেন। সেরে ওঠার পরও ওই অভ্যাস যায়নি। তাইতো প্রতিদিন নিয়ম করে মাটি খান। এখন এটিই তার সবচেয়ে প্রিয় খাবার।
সূত্র: ডেকান ক্রনিক্যাল
https://youtu.be/yvXrQ_gwH70
মন্তব্য চালু নেই