১৭০ দিন পর বালোতেল্লির গোল!

গত বছরের জুলাইয়ে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন দলের সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দলে এই উরুগুইয়ানের অভাব পূরণ করতেই এসি মিলান থেকে মারিও বালোতেল্লিকে নিয়ে আসে ইংলিশ ক্লাবটি।

গত বছরের ২৪ আগস্ট বেশ ঘটা করেই ইংল্যান্ডে আসেন বালোতেল্লি। ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন লিভারপুলে।

আগস্টের শেষ দিনে দলটিতে অভিষেকও হয় ফুটবলের ব্যাডবয় খ্যাত বালোতেল্লির। কিন্তু ম্যাচের পর ম্যাচ খেলেও প্রিমিয়ার লিগে গোল পাচ্ছিলেন না ইতালির এই স্ট্রাইকার।

অবশেষে মঙ্গলবার প্রিমিয়ার লিগে গোলখরা কাটাতে পেরেছেন বালোতেল্লি। লিভারপুলে যোগ দেওয়ার ১৭০ দিন পর প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন এই ইতালিয়ান!

ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে বালোতেল্লির গোলে ৩-২ ব্যবধানে জয়ও পেয়েছে লিভারপুল। ম্যাচের ৮৩ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন বালোতেল্লি।

এর আগে বালোতেল্লি লিভারপুলের জার্সিতে প্রথম গোলটিও করেন ১২ ম্যাচ পর। যা তার নামের সঙ্গে বড়ই বেমানান!

তথ্যসূত্র : গোল ডটকম, মেইল অনলাইন



মন্তব্য চালু নেই