১৫ সেকেন্ডে ১১ কোটি টাকা আয় রোনালদোর!
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার কে? না, লিওনেল মেসি নন। ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রান্ড মূল্যে মেসির চেয়ে সিআর সেভেন যে ঢের এগিয়ে। রিয়ালে খেলার জন্য তো তিনি পারিশ্রমিক পানই, সেই সঙ্গে বড় বড় প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেন । মানে বিজ্ঞাপন থেকে আয় করছেন কাড়ি কাড়ি অর্থ।কিন্তু তাই বলে এতটা?
১৫ সেকেন্ডে সাড়ে প্রায় ১১ কোটি টাকা! অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় প্রায় ৭০ লক্ষ টাকার কাছাকাছি। বিশ্বের সেরা ধনীরা কথাটা শুনলেও বেহুশ হতে পারেন। তবে মার্কেটিংয়ের জগতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দাম এমনই।
২০১৩ সালে সৌদি আরবের একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনের জন্যই এমন আকাশছোঁয়া অঙ্কের টাকাই পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার। যা শুনলে যে কোনও মানুষেরই মাথা ঘুরে যেতে পারে।
২ কোটি ১০ লক্ষ ইউরো আয় করতে রোনালদোকে গোটা মৌসুম দাপিয়ে বেড়াতে হয়। সেদিক থেকে বিচার করলে মাত্র ১৫ সেকেন্ডেই ১৫ কোটি টাকা আয় করাটা কিন্তু বিশাল ব্যাপার বটে।
ওই বিজ্ঞাপনে রোনালদোকে মাত্র ১৫ সেকেন্ডের জন্য দেখানো হয়েছে। তার জন্য তাঁকে অবশ্য প্রবল ঘাম ঝরাতে হয়েছে।
মন্তব্য চালু নেই