১৫ লাখ টাকার স্মার্টফোন
বিলাস বহুল স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে সিরিন ল্যাব নামের একটি বিট্রিশ-ইসরায়েলি প্রতিষ্ঠান। এই স্ট্যার্ট আপ প্রতিষ্ঠান জানায় তাদের তৈরি স্মার্টফোনের নাম হবে ‘রোলস রয়েস’। প্রতিষ্ঠানটি ফোনটি তৈরির জন্য অর্থসংগ্রহ করছে। গতকাল সোমবার পর্যন্ত প্রতষ্ঠানটির তহবিলে জমা পড়েছে ৭২ মিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটির অর্থ সংগ্রহ করা শেষ হলে ডিভাইসটি তৈরির জন্য মনোনিবেশ করবে। এই ফোনটি হবে এক্সিকিউটিভ ফোন। এটি সর্বপ্রথম পাওয়া যাবে মে মাসে লন্ডনে অনুষ্ঠিত লন্ডন মে ফেয়ারে।
ফোনটির বিশেষত্ব হচ্ছে এর নিরাপত্তা ব্যবস্থা হবে খুবই শক্তিশালী। এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে। সিরিনের সহ প্রতিষ্ঠাতা মোশে হোগেজ জানান, রোলস রয়েস ফোনটির নিরাপত্তা হবে মিলিটারি গ্রেডের। এটির অপারেটিং সিস্টেমে থাকবে অ্যানড্রয়েড।
হোগেজ রয়টার্সকে জানান, এই ফোনের দাম কমপক্ষে ২০ হাজার ডলার হবে। যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় ১৫ লাখ ৬৬ হাজার ৪৯৯ টাকা।
হোগেজ বিশ্বাস করেন এই দামী ফোনটির কেনার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপে অনেক এক্সিটিউটিভ আছেন। যারা ফোনটি উচ্চমূল্যেই কিনে নেবেন।
মন্তব্য চালু নেই