১৫ মে সিনেমা হলে আসছে ‘ঘাসফুল’
চলতি মাসের ১৫ মে শুক্রবার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ঘাসফুল’।
যদিও সিনেমাটি বলাকা ও ব্লকবাস্টার সিনেপ্লেক্সে ছাড়া আপাতত অন্য সিনেমা হলে মুক্তি পাচ্ছে না।
১১ মে সোমবার হয়ে গেলো রোমান্টিক ঘরানার এই ছবিটির প্রিমিয়ারও শো। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেপ্লেক্সে প্রথম শো’র জন্য ছবিটি উম্মোচন করেন ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুররেজা সাগর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মাতাসহ ছবির অন্যান্য কলাকূশলীরা।
ইতিমধ্যে ছবিটি ভারতীয় সিনেমার মর্যাদাপূর্ণ আসরগুলোর ‘দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব’ –এ প্রদর্শিত হয়েছে। গত ৩০ এপ্রিল ভারতের নয়া দিল্লীতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হওয়া উৎসবে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি কাহিনীচিত্র বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিলো।
উল্লেখ্য, আকরাম খানের পরিচালনায় ‘ঘাসফুল’ ছবিতে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, সায়লা সাবি, তানিয়া বৃষ্টি, নায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
মন্তব্য চালু নেই