১৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ

হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবিতে সব শ্রেণি-পেশার মানুষ নিজ প্রতিষ্ঠানের সামনের রাস্তায় ১৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সড়ক, নৌ ও রেলসহ অন্যান্য যানবাহনেও এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হয়।
সচিবালয়ের সামনে এ প্রতিবাদ কমর্সূচিতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।



মন্তব্য চালু নেই