১৫ আগস্ট উপলক্ষে বেরোবিতে আলোচনা সভা
বেরোবি প্রতিনিধি : বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ‘বাংলার মুখ’ বেরোবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন-২ তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গণিত বিভাগের শিক্ষক, এ সংগঠনের এ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো: আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বেরোবি বঙ্গবন্ধু ( শিক্ষক) পরিষদের আহবায়ক ড. আর এম হাফিজুর রহমান ও শিক্ষক কমলেশ চন্দ্র রায়, সংগঠনের সাধারণ সম্পাদক মমঞ্জুরুল ইসলাম প্রমূখ। এছাড়াও এতে কয়েকশত শিক্ষার্থী উপস্থিত থেকে জাতির জনকের দেশ স্বাধীনের উদ্যেশ্যকে বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা করেন।
মন্তব্য চালু নেই