১৪ই এপ্রিল প্যারিসে পালন হবে বাঙ্গালীর নববর্ষ
ওমর ফারুক, প্যারিস (ফ্রান্স) সংবাদদাতা: পহেলা বৈশাখ, ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষ এক মোহনায় মিলিত হন। বাঙালী জাতি সারাটা বছর অধীরে আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে।ফ্রান্সের বাংলাদেশীদের আনন্দ দিতে প্রতিবছরের ন্যায় এবছর ব্যাপক আয়োজনে বৈশাখ উদযাপন করবে ফ্রান্সের জনপ্রিয় সাংস্কৃতিক সংগটন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্টি।
গতকাল প্যারিসের গার্দু নর্দ এর প্যারিজিয়ান রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্টি,র সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন প্লাসিড রিবেরি,র পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা এম এ তাহের, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির , মানবাধিকার কমিশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মাসুদ হায়দার , ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্টি,র সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান লাকি, প্যারাডাইস এসোসিয়েশন এর সভাপতি শামিমা আক্তার রুবি , স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্টি,র সহ সভাপতি কামরুল মুরশেদ পিটু, সহ সভাপতি গৌতম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদিকা ইশরাত জাহান লুচি, যুগ্ম সম্পাদক শাকিল সরকার, প্রচার সম্পাদক ইমরান নাসির, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এনায়েত হোসেন সোহেল , প্রচার সম্পাদক ইমরান নাসির , জাদর বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমানুজ্জামান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগটনিক সম্পাদক লুত্ফুর রহমান বাবু , কোষাধক্ষ্ ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মামুন ,সদস্য ওমর ফারুক সহ কমিউনিটির বিভিন্ন সংগটনের নেতারা।
বাংলাদেশ ও ইউরোপের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এবারের বৈশাখ আরও জাঁকজমক করতে আয়োজনে কোন অংশে কমতি থাকবেনা বলে জানান স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্টি,র প্রধান উপদেষ্টা এম এ তাহের।
মন্তব্য চালু নেই