১৩ সন্তানের পর ফের একসঙ্গে ৪ সন্তানের মা হতে চলেছেন ৬৫ বছরের মহিলা
মোট ১৩ জন সন্তানের জননী তিনি। ৯ বছরের সব থেকে ছোট মেয়ে চেয়েছিল দিদি হতে। ছোট্ট ভাই বা বোন পেতে চেয়েছিল সে। সেই ইচ্ছা রাখতেই আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন ৬৫ বছরের অ্যানেগ্রেট রওনিক। অন্তঃসত্ত্বা রওনিক এখন একসঙ্গে ৪ সন্তানের মা হতে চলেছেন। এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তিনিই সবথেকে বেশি বয়সে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিতে চলেছেন।
বিভিন্ন কৃত্রিম ইনসেমিনেশন পদ্ধতিতে গত ১৮ মাস ধরে গর্ভধারণের চেষ্টা করছিলেন রওনিক। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর চিকিত্সকরা আবিষ্কার করেন একসঙ্গে ৪টি ভ্রুণ তৈরি হয়েছে গর্ভে। রওনিকের বয়সের কথা মাথায় রেখে চিকিত্সকরা ধন্দে পড়ে যান। প্রথমে ভ্রুণের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেও পরে ৪টি ভ্রুণই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
আরএলটি টেলিভিশনে সম্প্রচার করা হবে রওনিকের গর্ভাবস্থা নিয়ে তথ্যচিত্র।
সূত্র : জি-নিউজ।
মন্তব্য চালু নেই