১৩ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
সরকার চলতি বছরের জন্য সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এ জন্য মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৩৯৯ কোটি টাকা। আমদানিকৃত এসব জ্বালানি তেল ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড’-এ প্রক্রিয়াকরণ করা হবে।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ‘আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি’ থেকে ৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত মারবান আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ১৩৩ কোটি ৬৫ লাখ টাকা।
অবশিষ্ট ৭ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড অয়েল আমদানি করা হবে ‘সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি’ থেকে। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ২৬৫ কোটি ৬ লাখ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে মোট আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ময়মনসিংহ জোনের কিশোরগঞ্জ সড়ক বিভাগের ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পে’র চারটি প্যাকেজ (প্যাকেজ ডব্লিউডি-০১, ০২, ০৩ ও ০৪) কাজের চারটি পৃথক দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে প্যাকেজ -০১ এর কাজ পেয়েছে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এতে ব্যয় হবে ১৩৪ কোটি ৮ লাখ টাকা। প্যাকেজ-০২-এর কাজ পেয়েছে মেসার্স মনিকো লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ২৬ লাখ টাকা। প্যাকেজ-০৩ এর কাজ পেয়েছে যৌথভাবে মেসার্স স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স ও এমবিইআই। এতে ব্যয় হবে ১১১ কোটি ৫৬ লাখ টাকা। প্যাকেজ-০৪-এর কাজ যৌথভাবে পেয়েছে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স ও আরবিপিএল। এতে ব্যয় হবে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, ‘ইনস্টলেশন অব ইউনিট-২ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড’-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে ভারতীয় প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড’-কে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১০ কোটি ৬১ লাখ টাকা।
তিনি বলেন, ‘চরম দরিদ্রদের জন্য নিরাপত্তা বলয় পদ্ধতি’ শীর্ষক প্রকল্পের ২ নম্বর কম্পোনেন্ট ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচী প্রশাসন’ শক্তিশালীকরণে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে ‘সিনোর্জি-সিনোসিস আইটি’। এতে ব্যয় হবে ২৬ কোটি ৭২ লাখ
মুস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে চলতি ২০১৫-১৬ অর্থবছরে ৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ থেকে ৪ হাজার ১০৯ মেট্রিক টন ঢেউটিন ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫৯ কোটি ৯৭ লাখ টাকা।
এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চলতি বছরে মোট চাহিদার ৫০ শতাংশ জ্বালানি তেল উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় আমদানির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন জ্বালানি তেল আমদানি; সরকার-টু-সরকার ভিত্তিতে চীনা অর্থায়নে ‘পদ্মা সেতু রেল সংযোগ’ শীর্ষক প্রকল্পের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন এবং ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’-এর ভূমি অধিগ্রহণ সহায়তা ও পুনর্বাসন বাস্তবায়ন, ডিজাইন রিভিউ ও নির্মাণ কাজ সুপারভিশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসিকে (ইঞ্জিনিয়ারিং কোর) একক উৎস ভিত্তিক পরামর্শক নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগ প্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই