১৩ রানে সাকিবের ৪ উইকেট
তিন ফরম্যাটেই এখন বিশ্বসেরা সাকিব আর হাসান। বিরল এই রেকর্ডের উচ্চতায় ওঠার পর নিজে থেকেই বুঝি একটা দায়বদ্ধতা চেপে বসল বাংলাদেশের এই অলরাউন্ডারের ওপর। প্রমাণ দেওয়ার একটা ভালো মঞ্চও পেয়ে গেলেন তিনি।
অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশে মেলবোর্নেল ডকল্যান্ডস স্টেডিয়ামে ব্রিসবেন হিমের ওপের দারুনভাবে চেপে বসলেন সাকিব। বল হাতে ঘুর্ণি যাদুতে কুপোকাত করলেন ব্রিসবেনের দলটিকে। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে একাই চার উইকেট দখল করেন সাকিব।
শুধু তাই নয়, এন্ড্রু ফ্লিনটফের মত ক্রিকেটারকেও রানআউট করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিনি।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সাকিবের দল মেলবোর্ন রেনিগেডসের অধিনায়ক বেন রোহরার। ব্যাট করতে নেমেই সাকিবের ঘূর্ণি যাদুর সামনে পড়ে ব্রিসবেন হিট এবং ১৭.৩ ওভারে মাত্র ৮০ রান তুলতেই সব ক’টি উইকেট হারিয়ে বসে তারা।
জবাবে ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়েছে সাকিবের দল মেলবোর্ন রেনিগেডসও। ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে তারা। এ রিপোর্ট লেখার সময় মেলবোর্নের রান ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান।
মন্তব্য চালু নেই