১২৫ বছরের সব রেকর্ড ভেঙেছে এবারের তাপমাত্রা
১২৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হলো এবারের তাপমাত্রা। এ বছরের মার্চ ছিল ১৮৯১ সালের পর সবচেয়ে ঊষ্ণ মাস। শুধু তা-ই নয়, ফেব্রুয়ারির মতো মার্চও গড় তাপমাত্রার ব্যবধানে সব রেকর্ড ভেঙেছে। এ তথ্য জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা বা জেএমএ।
বিগত শতাব্দীর মার্চ মাসের গড় তাপমাত্রার চেয়ে এ বছরের মার্চের তাপমাত্রার ব্যবধান ছিল এক দশমিক শূন্য সাত ডিগ্রি (১.০৭) সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে এই ব্যবধান ছিল এক দশমিক শূন্য চার (১.০৪) ডিগ্রি।
এপ্রিলেও ঊষ্ণতার নতুন রেকর্ড হতে পারে। জাপানের মাসাবেল ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এন্ড্রু ফ্রিডম্যান লিখেছেন, এমনটি ভাবার কোনো যুক্তি নেই যে, পৃথিবী পুরো বারো মাস আশ্চর্যজনক রেকর্ডভাঙা তাপমাত্রা প্রত্যক্ষ করবে না।
মন্তব্য চালু নেই