১১ বছরের বালিকাকে গণধর্ষণ করল সাত কিশোর, অতঃপর যা হলো জানলে অবাক হবেন
সাত কিশোরের লালসার শিকার হল ১১ বছরের এক বালিকা। অভিযোগ ওই বালিকাকে একধিকবার গণধর্ষণ করে অভিযুক্তেরা। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিল জেলার মাওটেন গ্রামে। অভিযুক্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তেরা অই বালিকাকে মোট দু’বার গণধর্ষণ করে। গত বছর ডিসেম্বর মাসে গ্রামের এক ধান ক্ষেতের মধ্যে ধর্ষণ করে ওই সাত কিশোর। এরপর চলতি মাসের ১৩ তারিখে বালিকার বাড়িতেই বলপূর্বক গণধর্ষণ করে অভিযুক্তেরা। স্থানীয় এসপি জানিয়েছেন যে অভিযুক্ত সাত জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার জরা হয়েছে। ধৃত সকলের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। ধর্ষিত বালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জুভেইনাল হোমে পাঠান হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৬ সালে সারা দেশে নাবালক আইনের আওতায় ১০১টি মামলা রুজু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মেঘালয় রাজ্যেই ২২ ধর্ষণের মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই