১০ লাখে এ কেমন শার্ট কিনলেন পরিণীতি?
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া দুইটি শার্ট কিনতে ১০ লাখ অর্থ খরচ করেছেন। তবে সেটি ভারতীয় রুপি বা মার্কিন ডলার নয়। ইন্দোনেশিয়ার অর্থের মানে ১০ লাখ রুপিয়া।
মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে হ্যাশট্যাগ করে জানিয়েছেন পরিণীতি।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শপিং করার সময় দেশটির মুদ্রা রুপিয়া ব্যবহার করেছেন পরিণীতি। সেখানে দুইটি শার্টের দাম এসেছিল ১০ লাখ রুপিয়া যা ভারতীয় রুপি রুপান্তরিত করলে চার হাজার ৫০০ আসে। তাহলে বোঝাই যাচ্ছে প্রথমে পরিণীতিকে বেহিসাবী মনে করলেও আসলে তিনি তা নন।
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করে সবার দৃষ্টি আর্কষণ করেছেন তিনি। পরিণীতে সর্বশেষ ২০১৪ সালে ‘কিল দিল’ ছবিতে দেখা গিয়েছিল।
খবর: এনডিটিভি
মন্তব্য চালু নেই