নারী মৈত্রী’র সংবাদ সম্মেলনে তথ্য

১০ বছরে ভারতে পাচার হয়েছে ৩ লাখ বাংলাদেশী

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ বাংলাদেশ থেকে ১ মিলিয়ন মহিলা ও শিশু পাচার হয়েছে গত ৩০ বছরে। ইউনিসেফ বাংলাদেশের তথ্যমতে, প্রতিমাসে অনুমানিক ৪শ জন মহিলা ও শিশু বিভিন্নভাবে ভিকটিম ও পাচার হচ্ছে। গত ১০ বছরে শুধুমাত্র ভারতেই অনুমানিক ৩ লাখ বাংলাদেশী শিশু ও মহিলা পাচার হয়েছে। যাদের বয়স ১২-১৩ বছর।

পাকিস্তানের একটি মানবাধিকার সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে- ২ লাখ বাংলাদেশী নারী বিক্রি হয়েছে পাকিস্তানে। বৃহস্পতিবার প্রিভেনশন অফ ট্রাফিকিং থ্রু স্ট্রেনদেনিং কমিউনিটি এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের নারী ও শিশু পাচার রোধে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারী মৈত্রী নামে একটি সংস্থা।

মিঠাপুকুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নারী মৈত্রী সংস্থার প্রকল্প সমন্বয়কারী মমিনুল হক, আইন সহায়তাকারী গোলাম মওলা চৌধুরী, প্রোগ্রাম অফিসার রানা প্রতাপ রায়, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপত প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক শেখসাদী সরকার প্রমুখ।



মন্তব্য চালু নেই