১০ জানুয়ারি শক্তি দেখাবে আ.লীগ

আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ব্যাপক জনসমাগম করে সাংগঠনিক শক্তি দেখাতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানে নজিরবিহীন ওই সমাবেশ করে বিএনপিকে কোণঠাসা করতে চায় তারা।

সমাবেশকে সফল করার জন্য মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিতসভায় দলটির নেতাদের বক্তব্যে এমন মনোভাবই প্রকাশ পেয়েছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ওই দিন যে জনসভা হবে আমাদের আনন্দ ও বিজয়ের। জনসভা জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনার সকলকে নিয়ে আমরা প্রমাণ করে দিব যে জাতির পিতার আদর্শ এখনও বাংলাদেশে সমুন্নত রয়েছে।’ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে যত বেশি লোক সমাগম ঘটনো যায় সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা ১০ তারিখের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবো। খালেদা জিয়া একটু দেখুখ। ১০ তারিখ আমরা তাকে দেখাতে চাই। আমরা প্রমাণ করবো আমরা জনগণের দল। আজকে কর্মীদের সমাগম থেকেই প্রমাণ হয় ১০ তারিখ ব্যাপক সমাগম হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ বলেন, ‘১০ জানুয়ারি ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন। ওই দিন আপনারা রঙ-বেরঙের পতাকা নিয়ে প্রস্তুতি নিয়ে আসবেন।’

এসময় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘১০ জানুয়ারির সমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করা হবে। ৫ জানুয়ারি আমরা সরকারের এক বছরপূর্তি ঠিকমত করতে পারিনি। যে আনন্দ করতে পারিনি, সেটা আমরা ১০ তারিখ করবো।’

সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।



মন্তব্য চালু নেই