১০০ রানী ও ৫০০ রাজপুত্র নিয়ে রাজার সংসার!

স্ত্রী ১০০। সঙ্গে ৫০০ সন্তান৷ তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির।

তবে এতগুলো বিয়ে তার করতে হয়নি। পেয়েছেন উত্তরাধিকারসূত্রে! সিংহাসনে বসার পরই তার সংসারের আকার বেড়ে হয়েছে বিশাল। স্থানীয় রীতি মেনে ১০০জন স্ত্রীর স্বামী হয়েছেন তিনি।

ক্যামেরুনের এই প্রদেশে কোনো রাজার মৃত্যু হলে তার স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই। সেই রীতি মানতে ক্যামেরুনের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। যখন তার অভিষেক হয়েছিল তখন তার মাত্র দু’টি স্ত্রী ছিল। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত। তারা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর আসন গ্রহণ করেন আবুম্বি। উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনো বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তার উদ্দেশ্য বলে জানিয়েছেন রাজা আবুম্বি।

রাজা আবুম্বির এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ৷

29B387D700000578-3128404-image-a-11_1434556395120 29B3898D00000578-3128404-image-a-20_1434556434458 29B3880800000578-3128404-image-a-10_1434556366847

29B3898000000578-3128404-image-a-3_1434556316846 29B3881600000578-3128404-image-m-9_1434556353713 29B3899800000578-3128404-image-m-19_1434556426754

29B3882E00000578-3128404-image-a-22_1434556442152



মন্তব্য চালু নেই