১০০ বছর একসঙ্গে কাটিয়ে একই দিনে বিদায়
‘শেষ হয়েও হইল না শেষ।’ আজ থেকে ১০০ বছর আগে চার হাত এক হয়েছিল। মৃত্যুর পরেও তাদের হাতেহাত। একশো বছর একসঙ্গে কাটিয়ে একই দিনে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ইন্দো-নেপাল সীমান্তে লখিমপুর খেরি গ্রামের ঘটনা।
ফকিরা যখন রাধিকাকে বিয়ে করেছিলেন, তখন তাদের দু’জনেরই বয়স ছিল ২০-র মধ্যে। সে আজ থেকে একশো বছর আগের কথা। কয়েক দিন আগেই ফকিরা ১০৭ বছরে পা দেন। রাধিকার বয়স হয় ১০৩। শতবর্ষের ওই দম্পতির জুটি ভেঙে যায় গত শনিবার। ওই দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাধিকার। এত দিনের জীবনসঙ্গিনীর চলে যাওয়ার শোক নিতে পারেননি বৃদ্ধ ফকিরা। স্ত্রী-র শোকে ওই দিন রাতেই হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকিরা।
শতবর্ষের দম্পতিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন আশেপাশের একাধিক গ্রামের মানুষ। হিন্দু-মুসলিম নির্বিশেষে ধুমধাম করে তাদের শেষকৃত্য সম্পন্ন করেছেন তারা।
মন্তব্য চালু নেই