১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ…

ভারতে শতবর্ষী এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সোমবার ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা জেলার দাউব কালান গ্রামে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এনডিটিভি। গ্রামের ধানক্ষেত থেকে সোমবার সকালে ওই বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। তার মাথায় মারাত্মক জখম পাওয়া গেছে।

নিহতের নাতি বলেন, আমরা সবাই বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে আমরা তার মৃতদেহ খুঁজে পাই। তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছিল।

ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা নথিভুক্ত করেছে। ময়নাতদন্তে যদি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়, তবে সেটিও নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হরভিন্দর ভির্ক বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হত্যাকাণ্ড তার সম্পত্তি দখলের জন্য হয়নি। কোনো মাদকাসক্তের কাজ হতে পারে এটা।



মন্তব্য চালু নেই