১০০ তম প্রদর্শনীতে ‘লাল জমিন’

৩১ মার্চ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ‘লাল জমিন’ নাটক এর ১০০তম প্রদর্শনী হবে। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

২০১১ সালের ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে ‘লাল জমিন’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর দেশের প্রায় ৩৭টি জেলাশহরসহ প্রত্যন্ত অঞ্চল এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, লন্ডন ও নিউইয়র্কে আমন্ত্রিত হয়ে নাটকটির প্রদর্শনী হয়েছে।’

নির্দেশক সুদীপ চক্রবর্তী বলেন, ‘এটি আমার জন্য খুবই আনন্দের খবর। আমার নির্দেশিত নাটক প্রথমবার শততম রজনীতে মঞ্চায়ন হবে। এই নাটকটির মহড়া যখন শুরু করি তখন একটু চিন্তিত ছিলাম। এর আগে একক নাটক নির্দেশনা দেইনি। মোমেনা আপাও কখনো একক নাটকে অভিনয় করেননি। আমরা তখন এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। মান্নান হীরার কাছে কৃতজ্ঞ যে তিনি চমৎকার একটা নাটক আমাদেরকে লিখে দিয়েছেন।’

মোমেনা চৌধুরী বলেন, ‘সত্যি কথা বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া যে, তিনি আমাকে এতগুলো শো করার তৌফিক দিয়েছেন। আমার ৩০ বছরের থিয়েটার জীবনে একটি নাটকে একক অভিনয় নিয়ে এতদূর আসার পেছনে সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দারুণভাবে আনন্দিত ও আবেগাপ্লুত। এ নাটকটি নিয়ে দেশে এবং দেশের বাইরেও যে সুনাম বয়ে আনতে পেরেছি তার জন্যও সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।’



মন্তব্য চালু নেই